দাবা খেলায় মেয়েদের জন্য আলাদা ক্যাটাগরি রাখার মূল উদ্দেশ্য হলো মেয়েদেরকে বেশি বেশি উৎসাহিত করা ও খেলায় মেয়েদের অংশগ্রহণ বাড়ানো। কারণ প্রতিযোগিতামূলক দাবার সকল টুর্নামেন্টে ছেলেদের সংখ্যা মেয়েদের তুলনায় অনেক বেশি। যেহেতু ছেলেদের অংশগ্রহণ অনেক বেশি তাই দাবার বিশ্বসেরা রেটিং তালিকায় মেয়েদের সংখ্যা অনেক কম। এজন্য মেয়েদের মধ্যে দাবা খেলার আগ্রহ যাতে আরোও বৃদ্ধি পায়, খেলায় তাদের অংশগ্রহণ যেন আরও বৃদ্ধি পায় এজন্যই মেয়েদের জন্য আলাদা ক্যাটাগরি রাখা হয়। তবে "ইউএস ওপেন" এর মতো টুর্নামেন্ট গুলোতে দাবা খেলায় প্রতিযোগীতায় লিঙ্গ, বয়স, জাতীয়তা কিছুই দেখা হয় না, সবার জন্য উন্মুক্ত।
সোর্সঃ https://en.chessbase.com/post/why-there-s-a-separate-world-chess-championship-for-women