সাধারণ ডট নেটে আপনাকে স্বাগতম! রেজিষ্ট্রেশন করে আজই আমাদের পরিবারের সদস্য হয়ে যান...

সচরাচর জিজ্ঞাসিত প্রশ্ন

সাধারণ ডট নেট সম্পর্কে সচরাচর ইউজারদের মনে যেসব প্রশ্ন জাগে সেসব প্রশ্নের উত্তর নিচে দেওয়া হলো। আশা করি এই প্রশ্ন গুলোর উত্তর জানার পর সাধারণ ডট নেট সম্পর্কে আপনার ধারণা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে।
  • সাধারণ ডট নেটে কি কি ধরণের প্রশ্ন করা যাবে?
  • সাধারণ ডট নেটে আপনি আপনার যেকোনো বিষয়ে প্রশ্ন করতে পারবেন। কোনো বাধা নেই প্রশ্ন করার জন্য। কিন্তু এমন কোনো অনৈতিক উদ্দেশ্য নিয়ে প্রশ্ন করতে পারবেন না। প্রোমোশনাল, অনৈতিক, অহেতুক কোনো প্রশ্ন করে কমিউনিটির পরিবেশ নষ্ট করতে পারবেন না। বিস্তারিত জানতে আমাদের নীতিমালা গুলো ভালো ভাবে পড়ুন।
  • প্রশ্ন-উত্তর অনুমোদন বা মডারেশন চায় কেন?
  • আপনি যদি আমাদের কমিউনিটিতে একদম নতুন হয়ে থাকেন তাহলে প্রথম অবস্থায় আপনাকে পর্যবেক্ষণ (নীতিমালা বহির্ভূত কোনো কার্যক্রম করছেন কিনা) ও আপনাকে আমাদের কমিউনিটির সাথে মানিয়ে নেওয়ার জন্য প্রশ্ন উত্তর অনুমোদন বা মডারেশন করা হয়ে থাকে। আপনি একটু রেগুলার হয়ে গেলে এরপর থেকে আর মডারেশন লাগবে না।
  • ইমেইল ভেরিফাই বা যাচাই করবো কিভাবে?
  • ইমেইল ভেরিফিকেশনের জন্য আপনাকে প্রথমে আপনার ইউজার প্রোফাইলে যেতে হবে। তারপর এডিট প্রোফাইল অপশনে গেলে দেখতে পারবেন ই-মেইল ভেরিফিকেশনের অপশন পেয়ে যাবেন যদি আপনি আগে থেকে ই-মেইল ভেরিফাই না করে থাকেন।
  • এখানে প্রশ্ন উত্তর করে আমার লাভ কি?
  • আমাদের সাধারণ ডট নেট একটি পরিবারের মতো। পরিবারের একজন সদস্যের কোনো সমস্যা হলে যেমন আরেকজন সদস্য এগিয়ে আসে সেরকম আমরাও। আমরা একে অপরকে সাহায্য করবো, একদিন আমি সাহায্য করবো আমি সমস্যায় পড়লে অন্য আরেকজন আমাকে সাহায্য করবে। এটাই আমাদের কমিউনিটির মুলনীতি।
  • পয়েন্ট কেন দেওয়া হয়? কি হবে পয়েন্ট দিয়ে?
  • পয়েন্ট সিস্টেম মূলত ইউজারদের মোটিভেট করার জন্য। ইউজার যত বেশি কমিউনিটিতে কন্ট্রিবিউট করবে তার কার্যক্রমের ভিত্তিতে তার পয়েন্টও তত বাড়বে। আপনার পয়েন্টই বলে দিবে আপনার এই কমিউনিটিতে আপনার অবদান কতটুকু।

    পয়েন্টের ভিত্তিতে ইউজারদের বিভিন্ন টাইটেল, ব্যাজ, স্পেশ্যাল সুবিধা দেওয়া হয়ে থাকে।
  • কিভাবে পয়েন্ট অর্জন করবো? কি কি করলে কত পয়েন্ট পাওয়া যায়?
  • আপনি মুলত প্রশ্ন উত্তর করার ফলে পয়েন্ট অর্জন করতে পারবেন। যেমন কেউ যদি আপনার করা প্রশ্নে একটি আপ ভোট বা পজিটিভ ভোট দেয় তাহলে আপনি তার জন্য 1 পয়েন্ট পাবেন, আবার কেউ ডাউন ভোট বা নেগেটিভ ভোট দিলে 1 পয়েন্ট কেটে নেওয়া হবে। আমাদের কমিউনিটির পুরো পয়েন্ট সিস্টেম নিচে দেওয়া হলোঃ

    Posting a question: + 2 points
    Selecting an answer for your question: + 3 points
    Per up vote on your question: + 1 points
    Per down vote on your question: - 1 points
    Limit from up votes on each question: + 10 points
    Limit from down votes on each question: 10 points
    Posting an answer: + 2 points
    Having your answer selected as the best: + 5 points
    Per up vote on your answer: + 1 points
    Per down vote on your answer: - 1 points
    Limit from up votes on each answer: + 20 points
    Limit from down votes on each answer: 20 points
    Per up vote on your comment: + 1 points
    Per down vote on your comment: + 1 points
    Limit from up votes on each comment: + 10 points
    Limit from down votes on each comment: + 10 points
    Voting up a question: + 1 points
    Voting down a question: + 1 points
    Voting up an answer: + 1 points
    Voting down an answer: + 1 points
    Add for all users: + 50 points


  • কত পয়েন্ট পেলে কি কি অতিরিক্ত সুবিধা পাবো?
  • এখানে অতিরিক্ত সুবিধা বলতে আপনার দায়িত্ব বা কাজ আরও বেড়ে যাওয়াকেই বুঝায়। নির্দিষ্ট একটি পয়েন্ট অর্জন করলে আপনাকে অতিরিক্ত বা স্পেশ্যাল কিছু অ্যাবিলিটি দেওয়া দেওয়া হবে যেগুলোর মাধ্যমে আপনি আমাদের কমিউনিটির বিশেষ সদস্য বা প্রশাসন প্যানেলের ইউজারদের সাহায্য করতে পারেন। কত পয়েন্ট অর্জন করলে কি কি অতিরিক্ত অ্যাবিলিটি পাবেন তা নিচে দেওয়া হলোঃ

  • বিশেষ সদস্য কারা?
  • আমাদের কমিউনিটি সঠিক ভাবে পরিচালনা করার জন্য যারা কাজ করে তারাই হলো বিশেষ সদস্য। কোনো ভুল প্রশ্ন-উত্তর এডিট করে ঠিক করা, প্রশ্ন-উত্তর অনুমোদন বা প্রত্যাখান করা, কমিউনিটিতে বিশৃঙ্খলা দেখা দিলে সিদ্ধান্ত নেওয়া ও সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া ইত্যাদি কাজ গুলো করে থাকেন আমাদের বিশেষ সদস্যরা। সকল বিশেষ সদস্যদের নিয়েই আমাদের সাধারণ ডত নেটের প্রশাসন বা পরিচালনা প্যানেল গঠিত।
  • কিভাবে বিশেষ সদস্য হবো?
  • বিশেষ সদস্যদের আপনাদের মাঝে থেকেই সিলেক্ট করা হয়। আপনাদের কার্যক্রমের উপর ভিত্তি করে আপনাদের থেকে বিশেষ সদস্য নেওয়া হয়। তাই বিশেষ সদস্য হতে হলে কমিউনিটিতে কন্ট্রিবিউট করতে হবে। নিয়মিত অ্যাক্টিভ থাকতে হবে, প্রশ্ন-উত্তর করতে হবে, নির্দিষ্ট পয়েন্ট অর্জন করার পর আপনি যে অতিরিক্ত এবিলিটি গুলো পান সেগুলোর যথাযথ প্রয়োগ করতে হবে। এভাবেই আপনি বিশেষ সদস্য হতে পারেন।

    আরোও কিছু জানার থাকলে আপনি আমাদের কমিউনিটিতে প্রশ্ন করতে পারেন অথবা আমাদের সাথে প্রাইভেটলি যোগাযোগ করতে পারেন।
    সাধারণ প্রশ্ন-উত্তর ওয়েবসাইটে আপনাকে স্বাগতম। এখানে আপনি আপনার বিভিন্ন বিষয়ে ব্যক্তিগতসহ যেকোনো সমস্যার সমাধান চেয়ে প্রশ্ন করতে পারবেন এবং অন্যদের প্রশ্নের উত্তর দিয়ে সহযোগীতা করতে পারবেন। আজই আমাদের সাথে শুরু করে দিন আপনার পথচলা।
    ...