হ্যা পাতালের নিচে পানি (Groundwater Levels) কমে যেতে পারে আর এটার পরীক্ষামূলক প্রমাণও রয়েছে। এক গবেষণা অনুযায়ী, ঢাকা শহরে প্রতি বছর Groundwater Levels ০.৬ থেকে ২.৪ মিটার পর্যন্ত নিচে চলে যেতে পারে। খিলগাঁও, সবুজবাগ, মতিঝিল, ধানমন্ডি, সূত্রাপুর, ক্যান্টনমেন্ট এবং মিরপুর এলাকার কিছু অংশ সব থেকে বেশি ঝুকিতে আছে।
এর সমাধান শুধু সবার সম্মিলিতি প্রচেষ্টা ও অংশ গ্রহণেই সম্ভব। ভূগর্ভস্থ পানি (Groundwater) এর ব্যবহার কমিয়ে এর বিকল্প হিসেবে ভূ-পৃষ্ঠের পানিই ফিল্টারেশনের মাধ্যমে ব্যবহার করা, বর্ষাকালে বৃষ্টির পানি সংগ্রহ করে রাখা, ব্লক ট্যারিফ সিস্টেম বাস্তবায়ন করা, পানির অবাধ ব্যবহার মিটারিং করে পানির অপচয় কমানোই হতে পারে এর সমাধান। এই জন্য এই বিষয়ে আমাদের সকলের সচেতনা ও সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।
সোর্স ও বিস্তারিতঃ
https://www.mdpi.com/2071-1050/14/3/1518