এটাকে বলে "ক্যাপসুল সেল" যেটি জেলাটিন দিয়ে তৈরি করা হয়। এই জিলাটিন পশুর চামড়া ও হাড় থেকে প্রাপ্ত কোলাজেন থেকে তৈরি একটি প্রোটিন যেটি শরীরের জন্য নিরাপদ এবং হজমযোগ্য। এটি শুধু ঔষধ সরবরাহের জন্য মোড়ক বা কভার হিসেবেই কাজ করে না বরং এর নিজেরও কিছু ঔষধি গুণ রয়েছে। জেলটিনে থাকা কোলাজেন আমাদের জয়েন্টের ব্যথা থেকে মুক্তি দিতে পারে। শুধু তাই নয় এই ক্যাপসুলগুলো চুলের উন্নতি, ওজন কমাতে সহায়তা করতে পারে।
তবে এর কিছু পার্শ্বপতিক্রিয়াও হতে পারে বিশেষ করে বদহজম, এলার্জি, গ্যাস্ট্রিকের সমস্যা। এগুলো অতিরিক্ত গ্রহণের ফলে কিডনি এবং লিভারের ক্ষতি হতে পারে বলেও জানা গেছে। কিন্তু যদি ক্যাপসুল তৈরিতে পশুর চামড়া বা হাড় ব্যবহার না করে যদি উদ্ভিদ থেকে প্রাপ্ত হাইড্রোক্সিপ্রোপাইলমিথাইলসেলুলোজ (HPMC) ব্যবহার করা হয় তখন এর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায় না কারণ এটা সম্পুর্ণ প্রাকৃতিক। তখন আর এই ক্যাপসুল গুলো আমাদের শরীরে কোনো নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে না।
সোর্সঃ https://www.mankindpharma.com/blog/what-are-capsule-covers-made-up-of-are-they-safe/
147 টি প্রশ্ন
149 টি উত্তর
2 টি মন্তব্য
2 জন সদস্য