বাস বা ট্রেনের মতো যানবাহন গুলোতে মোবাইল নেটওয়ার্কের মাধ্যমে ওয়াইফাই দেওয়া হয়। যানবাহনে একটি Mobile Router বা Wi-Fi Hotspot ডিভাইস ব্যবহার করা হয় যে ডিভাইসটি মোবাইল নেটওয়ার্ক (যেমন 4G বা 5G) ব্যবহার করে ইন্টারনেটের সাথে কানেক্টেড থাকে এবং তারপর সেই ইন্টারনেট ওয়াইফাই নেটওয়ার্কের মাধ্যমে যাত্রীদের মধ্যে ছড়িয়ে দেয়। অনেকটা Hotspot এর মতো। কিন্তু সব জায়গায় তো আর মোবাইল নেটওয়ার্ক পাওয়া যায় না। যেমন জাহাজ এবং বিমানের মতো স্থানে মোবাইল নেটওয়ার্ক পাওয়া যায় না তাই সেখানে স্যাটেলাইট ইন্টারনেট ব্যবহার করা হয়। একটি Satellite Dish বসানো হয় যা সরাসরি স্যাটেলাইটের সাথে কানেক্টেড থাকে। স্যাটেলাইট তখন Ground Station থেকে ইন্টারনেট নেয় এবং জাহাজে বা বিমানে থাকা ওয়াইফাই রাউটারের মাধ্যমে যাত্রীদের কাছে পৌছে দেয়।