ওয়েবসাইটের অ্যাডস আমাদের কাছে অনেক বিরক্তিকর জিনিস হলেও অ্যাডস একটা ওয়েবসাইটের মালিকের জন্য সোনার হরিণের মতো। সাধারণত একটা ওয়েবসাইট চালানো, মেইনটেইনেন্স এর জন্য একটা ভালো পরিমাণে ব্যয় হয়ে থাকে। ওয়েবসাইটের ধরণ, পরিচালনাকারীর সংখ্যা ইত্যাদির উপর এই খরচটি বিভিন্ন অ্যামাউন্টের হয়ে থাকে।
কিন্তু একটা ওয়েবসাইট থেকে ইনকামের রাস্তা খুবই কম। তবুও বেশ কয়েকটি উপায় আছে সেগুলোর মধ্যে সব থেকে জনপ্রিয় ও সহজ মাধ্যম হলো ওয়েবসাইটে বিজ্ঞাপন বা অ্যাডস দেখিয়ে আয় করা। বিজ্ঞাপনের ধরণের উপরে আবার আয়ের পরিমাণ কম-বেশি হয়।
MLSBD তে সাধারণত আমরা যেধরণের অ্যাডস দেখতে পারি সেটা হলো ব্যানার অ্যাডস আর পপ-আন্ডার লিংক। ব্যানার অ্যাডে বিভিন্ন প্রোডাক্টের ইমেজ শো করানো হয় এবং পপ-আন্ডার লিংক অ্যাড দিয়ে আপনাকে ডিরেক্ট অন্য আরেকটি ওয়েবসাইটে রিডাইরেক্ট করে নিয়ে যাওয়া হয়। এটাই মুলত দেখায় যায় এমএলএসবিডি ওয়েবসাইটে।
মূলত ওয়েবসাইট পরিচালনা ও মেইনটেইনেন্স এর জন্য যে খরচ হয় সেটা পুষিয়ে নিয়ে যারা ওয়েবসাইটের পিছনে কাজ করে তাদের বেতনের একটা অংশ ইনকাম করার জন্য এই অ্যাড শো করানো হয়। অ্যাডস থেকে যে পরিমাণ লাভ আসে ওয়েবসাইট থেকে তা দিয়ে কোনো ওয়েবসাইটের মালিক বড়লোক হতে পারে না অন্তত এশিয়া মহাদেশের দেশ গুলো টার্গেটেড করে। এটার কারণ নিয়ে বিস্তর আলোচনা করা যাবে আরেকদিন।
আরোও পড়ুনঃ
147 টি প্রশ্ন
149 টি উত্তর
2 টি মন্তব্য
2 জন সদস্য