বিভিন্ন শাসনামলে বাংলায় রাজধানী কি ছিলো?
বিভিন্ন শাসনামলে বাংলায় রাজধানী নিচে উল্লেখ করা হলোঃ
শাসনামল / স্থান | রাজধানী |
পুন্ড্র জনপদ | পুন্ড্র নগর |
মুঘল আমল | সোনারগাও |
ফখ্রুদ্দিন মোবারক শাহ | সোনারাগাও |
গিয়াস উদ্দিন আযম শাহ | সোনারগাও |
প্রাচীন বাংলা | মহাস্থানগড় |
বিজয় সেন | নদীয়া |
লক্ষ্মণ সেন | বিক্রমপুর |
বখতিয়ার খলজি | লক্ষ্ণৌ |
আলাউদ্দিন হোসেন শাহ | একডালা |
সুলতানী আমল (শুরুতে) | সোনারগাও |
সুলতানী আমল (শেষে) | গৌড় |
মৌর্য ও গুপ্ত বংশ | গৌড় |
প্রথম চন্দ্রগুপ্ত | পাটলিপুত্র |
বর্মদেব | বিক্রমপুর |
আলীবর্দী খা | মুর্শিদাবাদ |
শশাংক | কর্ণসুবর্ণ |
মুঘল আমলে সুবে বাংলা | ঢাকা |
হর্ষবর্ধণ | কনৌজ |
মৌর্যযুগ/পুন্ড্র জনপদ | পুন্ড্রনগর (বাংলার প্রাদেশিক) |
গুপ্ত রাজবংশ | বিদিশা |
104 টি প্রশ্ন
106 টি উত্তর
2 টি মন্তব্য
2 জন সদস্য