সাধারণ ডট নেটে আপনাকে স্বাগতম! রেজিষ্ট্রেশন করে আজই আমাদের পরিবারের সদস্য হয়ে যান...
avatar
0 টি পছন্দ 0 টি অপছন্দ

দাদা-দাদীরা বলতো হাতির সুর নেমেছে, এটা আসলে কি?

1 টি উত্তর

avatar
0 টি পছন্দ 0 টি অপছন্দ

এটা এক ধরণের Waterspout বা জলস্তম্ভ। Waterspout সাধারণত ২ ধরণের হয়ে থাকে, ভালো আবহাওয়ার জলস্তম্ভ (Fair-weather waterspout) ও টর্নেডিক জলস্তম্ভ (Tornadic waterspout). 


হঠাৎ কোনো বৈরি আবহাওয়া ছাড়াই (আকাশ হালকা অন্ধকার হতে পারে) যখন এরকম ঘটনা ঘটতে দেখা যায় তখন সেটা কে বলে Fair-weather waterspout আর এটা বেশ শান্ত প্রকৃতির হয়। এর মানে এটা অনেকটা আচমকাই হয়ে যায়। আবার খারাপ আবহাওয়া অর্থাৎ বিদ্যুৎ চমকানোর মতো মেঘ আকাশে, ঝড়ের সময় যদি এরকম ঘটনা ঘটে তাহলে সেটাকে বলে Tornadic waterspout যেটা অনেক অশান্ত প্রকৃতি হয় এবং ক্ষয়-ক্ষতির সম্ভাবনা থাকে।


Fair-weather waterspout যখন হয় তখন জলস্তম্ভ বা Waterspout টি জলভাগে (নদী, সমুদ্র) তৈরি হয় এবং ধীরে ধীরে ফানেলের মতো আকার ধারণ করে মেঘের দিকে উঠতে থাকে। কিন্তু Tornadic waterspout এর বেলায় Waterspout মেঘের নিচের দিক থেকে শুরু হয় এবং ধীরে ধীরে নিচের দিকে নেমে জলভাগেও মিলিত হতে পারে আবার স্থলভাগ বা জমিতেও মিলিত হতে পারে। 


কিভাবে তৈরি হয় এটার উত্তর একদম সহজ ভাবে বললে, গরম বাতাস আর ঠান্ডা বাতাস পরস্পরের সংস্পর্শে আসলে এক প্রকার নিম্নচাপের সৃষ্টি হয়। এর ফলে এক প্রকার ঘুর্ণির সৃষ্টি হয়। যদি এই ঘুর্ণির সাথে পানিও উঠে আসে তাহলে সেটা তখন এরকম ফানেলের মতো আকার নেয় যেটাকে বলে Waterspout. 


সোর্স ও বিস্তারিতঃ https://earthsky.org/earth/all-about-waterspouts/


এরকম আরও প্রশ্ন

0 টি পছন্দ 0 টি অপছন্দ
যারা জন্মান্ধ তারা কি আসলে জানে রঙ বলতে কিছু আছে?

যারা জন্মান্ধ তারা কি আসলে জানে রঙ বলতে কিছু আছে?

0 টি পছন্দ 0 টি অপছন্দ
বাসা-বাড়িতে যেন সাপ না ঢুকে এজন্য কি কি করতে পারি?
0 টি পছন্দ 0 টি অপছন্দ
এআই কি নকল ফিঙ্গারপ্রিন্ট বানাতে পারে?
0 টি পছন্দ 0 টি অপছন্দ
করলা পেকে গেলে কি করলার স্বাদ মিষ্টি হয়ে যায়?

করলা পেকে গেলে কি করলার স্বাদ মিষ্টি হয়ে যায়?

সাধারণ প্রশ্ন-উত্তর ওয়েবসাইটে আপনাকে স্বাগতম। এখানে আপনি আপনার বিভিন্ন বিষয়ে ব্যক্তিগতসহ যেকোনো সমস্যার সমাধান চেয়ে প্রশ্ন করতে পারবেন এবং অন্যদের প্রশ্নের উত্তর দিয়ে সহযোগীতা করতে পারবেন। আজই আমাদের সাথে শুরু করে দিন আপনার পথচলা।
...