সিম্পলি আপনাকে যদি বলা হয় এমন এক বস্তু কল্পনা করুন যেটা আপনি কখনো দেখেনই নি তাহলে কি আপনি সেটা পারবেন? এটা মাথায় রেখে আপনি যত ধরণের বস্তুই কল্পনা করেন না কেন দেখবেন এর আকার, আকৃতি, রঙ আপনার দেখা কোনো না কোনো বস্তুর সাথে মিল রয়েছে। আমাদের ব্রেইন নতুন কোনো অবয়ব বানাতে পারে না কখনো, যা তার মেমোরিতে আছে তাই ঘষা-মাজা করে অন্য ভাবে আপনার কাছে রিপ্রেজেন্ট করে।
বিষয়টা এরকমই। যারা অন্ধ তাদের এই দুনিয়ার কোনো বস্তুর সম্পর্কেই আইডিয়া এই যে এটা কিরকম। একটা বস্তুকে হাত দিয়ে স্পর্শ করে সব কিছু পর্যবেক্ষণ করে আপনি এর আকার বা আকৃতি সম্পর্কে আইডিয়া পাবেন কিন্তু রঙ সম্পর্কে কোনো আইডিয়া পাবেন কি যে এটার রঙ কি? অবশ্যই না। দেখতে পারাও এক ধরণের অনুভুতি যে অনুভুতি তাদের মধ্যে নাই। তারা এই অনুভুতি কল্পনাও কুরতে পারে না। তাই অন্ধরা আসলে জানেই না রঙ কি জিনিস, জন্মগত অন্ধ যারা তারা শুধু একটাই রঙ বুঝতে পারে সেটা হলো কালো। কালো ছাড়া তারা আর কোনো রং-ই কল্পনা করতে পারে না।