সাধারণ ডট নেটে আপনাকে স্বাগতম! রেজিষ্ট্রেশন করে আজই আমাদের পরিবারের সদস্য হয়ে যান...
avatar
0 টি পছন্দ 0 টি অপছন্দ

টনি স্টার্ক আবার ডক্টর ডুম হয়ে ফিরে আসবে কিভাবে?

1 টি উত্তর

avatar
0 টি পছন্দ 0 টি অপছন্দ

আসলে মার্ভেলের স্টোরিলাইনটাই এরকম যে যেকেউ যেকোনো ইস্যুকে নিয়ে নতুন নতুন থিওরি বানাতে পারে। আর একমাত্র মার্ভেলই পারে ছোট্ট একটা কো-ইন্সিডেন্স থেকে ধামাকাদার নতুন আরেকটি মুভির স্টার্টিং স্টোরি শুরু করা। এজন্যই মার্ভেল এতো জনপ্রিয়, এজন্যই মার্ভেল ইউনিভার্স নিয়ে মার্ভেল ভক্তদের এতো এতো এক্সাইটমেন্ট। 


তবে আমার মতে, টনি স্টার্ককে হঠাৎ ডক্টর ডুম বানানোর চিন্তা হঠাৎ করেই আসে নি। বরং এটাই তাদের প্ল্যান ছিল যে আজকের টনি স্টার্ক বা আইরন ম্যানই ডক্টর ডুম হয়ে ফিরে আসবে। এর পিছনে শুধু ডক্টর স্ট্রেঞ্জরই হাত আছে এমনটা আমার মনে হয় না। 


এর কারণ হলো মার্ভেল সব সময় টনি স্টার্কের আইডেন্টিটি সম্পর্কে একটা কনফিউশন রেখেছে। এখন পর্যন্ত টনি স্টার্ক হাওয়ার্ড স্টার্কের আসল ছেলে কিনা সেই বিষয়ে কোনো ক্লু দেয় নি উলটা পারলে এটা আরও ঘোলা করেছে। End Game এর সময় পাওয়ার স্টোন কালেক্ট করার সময় এরকমই একটা ক্লু দেওয়া হয়েছে। টনি স্টার্ক যখন তার বাবার অফিস থেকে পাওয়ার স্টোন চুরি করতে যায় তখনকার টাইম ছিলো তখন টনি স্টার্ক অনেক ছোট। আর টনি স্টার্কই তার বাবা-মায়ের একমাত্র ছেলে। কিন্তু স্টোন চুরি করার সময় টনি তার বাবার থেকে শুনতে পারে তার মা প্রেগনেন্ট। কিন্তু সেই সময়ে অলরেডি টনি জন্ম নিয়েছিলো। এখানেও একটা কনফিউশন যে তাহলে টনি স্টার্ক আসলে কে। টনি কি আসলেই জন্ম নিয়েছিলো নাকি টনি তার বাবার হাওয়ার্ড স্টার্কের অনেক কষ্টের বায়োটেকনোলজির কোনো ফলাফল? নাকি অন্য কিছু? 


এটা তো গেলো কেবল End Game এর কাহিনি। এরপর এখানে Kang বা He Who Remains এরও একটা বড় ধরণের হাত আছে। কারণ Doctor Doom একটা মাল্টিভার্সাল ভিলেন আর সব থেকে পাওয়ারফুল ভিলেন। আর Kang এর মাল্টিভার্সাল ওয়্যার জেতা, তারপর TVA বানানো, সিক্রেট টাইমলাইন ক্রিয়েট করাও একটা বড় কারণ হতে পারে এই Doctor Doom যেগুলো মার্ভেল আমাদের থেকে হাইড রেখেছে। এমনও হতে পারে যে, Doctor Doom এর হাত থেকে মাল্টিভার্স বাচাতেই He Who Remains সিক্রেট টাইমলাইন বানায়, Kang থেকে বাচার জন্য না। এরকম আরও কারণ থাকতে পারে সব গুলো আলোচনা করলে লেখাটা আরও বড় হয়ে যাবে।


কিন্তু Loki সিজন-২ এ যখন মাল্টিভার্সের ক্ষমতা Loki এর হাতে চলে যায় তখন অনেক সিক্রেট টাইম লাইনও অ্যাক্টিভ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। হয়তো তখন এমন সিক্রেট সাইলেন্ট টাইমলাইনও আবার অ্যাক্টিভ হয়ে গেছে যে টাইমলাইনে অলরেডি Doctor Doom রাজ করতেছিলো। এতোদিন তার টাইমলাইন বা টাইমলাইন গুলো সাইলেন্ট করে রেখেছিলো He Who Remains তাই হয়তো সে মাল্টিভার্স থেকে আলাদা ছিলো আর আমরা সেকারণে তাকে এখনও পর্দায় দেখতে পাই নি। লকির কারণের আবার তার সিক্রেট সাইলেন্ট টাইমলাইন গুলো অ্যাক্টিভ হওয়ায় আবার জাগ্রত হয়ে উঠে আর এজন্যই আমরা প্রথমবারের মতো Doctor Doom কে দেখতে পারবো। 


তবে Doctor Strange যে ইচ্ছা করলেই Thanos কে মেরে ফেলতে পারতো সেটা অস্বীকার করার মতো না। কারণ Thor এর হাতেও Thanos দুইবার মারা গেছে। তাই Doctor Strange ইচ্ছা করেই Tony কে স্যাক্রিফাইস করেছে এটার সম্ভাবনাও উরিয়ে দেওয়া যায় না। আরেকটা জিনিস সেটা হলো Doctor Strange বা Kang কেউই কিন্তু Avengers Dooms Day তে নেই। যদি এরাই মেইন রিজন হতো টনির আবার Doom হয়ে ফিরে আসা তাহলে এদের রাখা হলো না কেন? 


আমরা Doctor Dooms সম্পর্কে মেবি আরও ক্লিয়ার কনসেপ্ট যদি Avengers The Kang Dynasty সিকুয়্যালটা রিলিজ হতো যেটার রিলিজ ডেট ছিলো আগামী ২ মে ২০২৫। কেন রিলিজ হচ্ছে না সেই কারণ হয়তো আমরা সবাই জানি,না আসার কারণে এটা আমাদের মার্ভেল ফ্যানদের জন্য একটা ব্যাড লাক। কারণ Kang এর স্টোরি বিল্ড-আপটা এতোটা দারুন ভাবে করা হয়েছিলো যে সবাই সেই Kang Dynasty এর সিকুয়্যালের জন্য অপেক্ষা করতেছিল। কিন্তু আপসোস! হয়তো এখানেই আমরা Doctor Dooms যে আসছে সামনে এ বিষয়ে ক্লিয়ার একটা ধারণা পেতাম। 


সেটা যাইহোক। বাড়তি অনেক কিছুই বলে ফেলছি তবে এটা সত্যি যে মার্ভেল ফ্যানরা যে যেরকম থিওরি বা স্টোরিই দিক না কেন, অধিকাংশ ক্ষেত্রে মার্ভেল এমন স্টোরি নিয়ে সবার সামনে আসে যেটা সব থিওরিকে উড়িয়ে একদম তাক লাগিয়ে দেয়। যদিও মার্ভেলের এখন খারাপ সিজন চলতেছে, আশা করি এই Dooms Day ই আবার মার্ভেলকে আগের রুপে নিয়ে আসবে। আসতেই হবে কারণ সবার প্রিয়, সবার ফেবারিট সুপারহিরো Iron Man কে মার্ভেলের সবথেকে শক্তিশালী ভিলেনদের একজন হিসেবে দেখবে যেটা কেউ কখনো কল্পনাও করে নি। 


এরকম আরও প্রশ্ন

0 টি পছন্দ 0 টি অপছন্দ
করলা পেকে গেলে কি করলার স্বাদ মিষ্টি হয়ে যায়?

করলা পেকে গেলে কি করলার স্বাদ মিষ্টি হয়ে যায়?

0 টি পছন্দ 0 টি অপছন্দ
কিভাবে মহাজাগতিক গ্যাস মেঘ সৃষ্টি হয়?
0 টি পছন্দ 0 টি অপছন্দ
ওয়াইফাই ইউজ করলে চার্জ কম যায় আবার মোবাইল ডাটা ইউজ করলে মোবাইলের চার্জ বেশি যায় কেন?
ওয়াইফাই ইউজ করলে চার্জ কম যায় আবার মোবাইল ডাটা ইউজ করলে মোবাইলের চার্জ বেশি যায় কেন?
0 টি পছন্দ 0 টি অপছন্দ
গরমকালে রেলের লাইন বাকা হয়ে যায় কেন?

image

সাধারণ প্রশ্ন-উত্তর ওয়েবসাইটে আপনাকে স্বাগতম। এখানে আপনি আপনার বিভিন্ন বিষয়ে ব্যক্তিগতসহ যেকোনো সমস্যার সমাধান চেয়ে প্রশ্ন করতে পারবেন এবং অন্যদের প্রশ্নের উত্তর দিয়ে সহযোগীতা করতে পারবেন। আজই আমাদের সাথে শুরু করে দিন আপনার পথচলা।
...