কাকরা প্রকৃতিকে দেখে অনেক কিছু শিখতে পারে। কোনো কাক মারা গেলে আশে পাশের সব কাক একত্রিত হওয়ার বিষয়টাকে বলে "শোক সভা (Funeral)".
মানুষের শোক সভাতে যেমন মৃত মানুষের আত্মার উদ্দেশ্যে বিভিন্ন কির্তন মূলত গান করা হয় তেমনি কাকদের এই কা কা করার আওয়াজকেও সেরকমই এক কির্তন বলা হয়েছে। একে বলে Songbirds.
কিন্তু শুধু কির্তন করার উদ্দেশ্যেই কাকরা একত্রিত হয় না। তাদের একটা বড় উদ্দেশ্য থাকে আর সেটি হলো যে জায়গায় তাদের সহযোগী কাকের মৃতদেহ পাওয়া গেছে সেই জায়গা সম্পর্কে সচেতন বা সতর্ক হওয়া। যদি কোনো জায়গায় কোনো কাকের মৃতদেহ পাওয়া যায় তার মানে তারা ধরে নেয় এই জায়গার আশে পাশে কোনো শিকারী আছে অথবা এই জায়গার আশে পাশে তাদের জীবনের ঝুকি আছে। তখন তারা এই জায়গা থেকে দূরে থাকার চেষ্টা করে সেখানে যতই খাবার থাকুক না কেন। তাই এই শোক সভা বা ফিউনেরাল করার সব থেকে বড় উদ্দেশ্য থাকে সেই জায়গা সম্পর্কে সবাইকে জানিয়ে দেওয়া।
সোর্সঃ
https://www.livescience.com/53283-why-crows-hold-funerals.html
https://www.sciencefocus.com/nature/raven-crow-funerals-intelligence
147 টি প্রশ্ন
149 টি উত্তর
2 টি মন্তব্য
2 জন সদস্য