সাধারণ ডট নেটে আপনাকে স্বাগতম! রেজিষ্ট্রেশন করে আজই আমাদের পরিবারের সদস্য হয়ে যান...
avatar
0 টি পছন্দ 0 টি অপছন্দ

কোনো কাক মারা গেলে অন্য কাকেরা কেন এক জায়গায় হয়ে "কা কা" করতে থাকে?

কোনো কাক মারা গেলে অন্য কাকেরা কেন এক জায়গায় হয়ে

1 টি উত্তর

avatar
0 টি পছন্দ 0 টি অপছন্দ

কাকরা প্রকৃতিকে দেখে অনেক কিছু শিখতে পারে। কোনো কাক মারা গেলে আশে পাশের সব কাক একত্রিত হওয়ার বিষয়টাকে বলে "শোক সভা (Funeral)". 


মানুষের শোক সভাতে যেমন মৃত মানুষের আত্মার উদ্দেশ্যে বিভিন্ন কির্তন মূলত গান করা হয় তেমনি কাকদের এই কা কা করার আওয়াজকেও সেরকমই এক কির্তন বলা হয়েছে। একে বলে Songbirds. 


কিন্তু শুধু কির্তন করার উদ্দেশ্যেই কাকরা একত্রিত হয় না। তাদের একটা বড় উদ্দেশ্য থাকে আর সেটি হলো যে জায়গায় তাদের সহযোগী কাকের মৃতদেহ পাওয়া গেছে সেই জায়গা সম্পর্কে সচেতন বা সতর্ক হওয়া। যদি কোনো জায়গায় কোনো কাকের মৃতদেহ পাওয়া যায় তার মানে তারা ধরে নেয় এই জায়গার আশে পাশে কোনো শিকারী আছে অথবা এই জায়গার আশে পাশে তাদের জীবনের ঝুকি আছে। তখন তারা এই জায়গা থেকে দূরে থাকার চেষ্টা করে সেখানে যতই খাবার থাকুক না কেন। তাই এই শোক সভা বা ফিউনেরাল করার সব থেকে বড় উদ্দেশ্য থাকে সেই জায়গা সম্পর্কে সবাইকে জানিয়ে দেওয়া। 


সোর্সঃ 

https://www.livescience.com/53283-why-crows-hold-funerals.html

https://www.sciencefocus.com/nature/raven-crow-funerals-intelligence


এরকম আরও প্রশ্ন

0 টি পছন্দ 0 টি অপছন্দ
করলা পেকে গেলে কি করলার স্বাদ মিষ্টি হয়ে যায়?

করলা পেকে গেলে কি করলার স্বাদ মিষ্টি হয়ে যায়?

0 টি পছন্দ 0 টি অপছন্দ
শুন্য দিয়ে কোনো সংখ্যাকে গুণ করলে সেই সংখ্যার অস্তিত্ব বিলীন হয়ে যায় কেন?
শুন্য দিয়ে কোনো সংখ্যাকে গুণ করলে সেই সংখ্যার অস্তিত্ব বিলীন হয়ে যায় কেন?
0 টি পছন্দ 0 টি অপছন্দ
এক কেজি লোহাকে এক কেজি তুলার থেকে বেশি ভারী মনে হয় কেন?
সাধারণ প্রশ্ন-উত্তর ওয়েবসাইটে আপনাকে স্বাগতম। এখানে আপনি আপনার বিভিন্ন বিষয়ে ব্যক্তিগতসহ যেকোনো সমস্যার সমাধান চেয়ে প্রশ্ন করতে পারবেন এবং অন্যদের প্রশ্নের উত্তর দিয়ে সহযোগীতা করতে পারবেন। আজই আমাদের সাথে শুরু করে দিন আপনার পথচলা।
...