Wi-Fi রাউটারের আশেপাশে যদি এভাবে অ্যালুমিনিয়াম ফয়েল রাখা হয় তখন সেটা রাউটার থেকে বের হওয়া সিগন্যালের উপর প্রভাব ফেলে।
রাউটার তার চতুর্দিকেই ওয়াই-ফাই সিগন্যাল বা ওয়েভ পাঠায়। ঠিক পুকুরের মাঝখানে একটা ঢিল ছুড়লে ঢেউ চতুর্দিকে সমান ভাবে ছড়িয়ে পড়ার মতো। তবে ফয়েল দিয়ে নির্দিষ্ট দিকে ওয়াই-ফাই সিগন্যাল বুষ্ট করা যায়।
অ্যালুমিনিয়াম এমন একটি ধাতু যেটা রেডিও ওয়েভ রিফ্লেক্ট করতে পার আর Wi-Fi সিগন্যালও আসলে এই ধরনের রেডিও ওয়েভ। তাই ফয়েল যদি রাউটারের পেছনে বা পাশে রাখা হয় তাহলে সেটা সিগন্যালকে একদিকে ঠেলে দিতে পারে। এতে করে একটা দিকের সিগন্যাল খুব ভালো পাওয়া যায় আবার অন্যদিকে কমে যায়।
আপনি যদি এরকম চান যে, আপনার রুমের নির্দিষ্ট একটি দিকে ওয়াই-ফাই সিগন্যাল বেশি পাবে তাহলে আপনি এই ট্রিকটা ইউজ করতে পারেন। যেদিকে কম সিগন্যাল পাঠাতে চান সেইদিকে ফলে দিয়ে দিবেন। আবার যদি ফয়েল ভুলভাবে রাখা হয় তাহলে সিগন্যাল ব্লক হয়ে যেতে পারে।
সহজ কথায় এটা তেমন কিছুই না জাস্ট ওয়াই-ফাই সিগন্যালের ডিরেকশন কন্ট্রোল করার একটা ট্রিক। তবে এটা সঠিক ভাবে ইউজ করলে আপনার নেটওয়ার্ক অনেক বুষ্ট করবে।
রাউটার তার চতুর্দিকেই ওয়াই-ফাই সিগন্যাল বা ওয়েভ পাঠায়। ঠিক পুকুরের মাঝখানে একটা ঢিল ছুড়লে ঢেউ চতুর্দিকে সমান ভাবে ছড়িয়ে পড়ার মতো। তবে ফয়েল দিয়ে নির্দিষ্ট দিকে ওয়াই-ফাই সিগন্যাল বুষ্ট করা যায়।
অ্যালুমিনিয়াম এমন একটি ধাতু যেটা রেডিও ওয়েভ রিফ্লেক্ট করতে পার আর Wi-Fi সিগন্যালও আসলে এই ধরনের রেডিও ওয়েভ। তাই ফয়েল যদি রাউটারের পেছনে বা পাশে রাখা হয় তাহলে সেটা সিগন্যালকে একদিকে ঠেলে দিতে পারে। এতে করে একটা দিকের সিগন্যাল খুব ভালো পাওয়া যায় আবার অন্যদিকে কমে যায়।
আপনি যদি এরকম চান যে, আপনার রুমের নির্দিষ্ট একটি দিকে ওয়াই-ফাই সিগন্যাল বেশি পাবে তাহলে আপনি এই ট্রিকটা ইউজ করতে পারেন। যেদিকে কম সিগন্যাল পাঠাতে চান সেইদিকে ফলে দিয়ে দিবেন। আবার যদি ফয়েল ভুলভাবে রাখা হয় তাহলে সিগন্যাল ব্লক হয়ে যেতে পারে।
সহজ কথায় এটা তেমন কিছুই না জাস্ট ওয়াই-ফাই সিগন্যালের ডিরেকশন কন্ট্রোল করার একটা ট্রিক। তবে এটা সঠিক ভাবে ইউজ করলে আপনার নেটওয়ার্ক অনেক বুষ্ট করবে।