এটি মুলত দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য করা।
এই হলুদ টাইলস গুলোতে লম্বা লম্বা যে উচু স্ট্রাইপ গুলো আছে এগুলোর উপর একজন দৃষ্টিপ্রতিবন্ধী পা রাখলে বুঝতে পারে যে আমাকে সোজা-সুজি যেতে হবে। আবার সবার শেষের টাইলসটায় ৬ টি গোলাকার বৃত্ত থাকে যেগুলো দৃষ্টিপ্রতিবন্ধী মানুষটিকে বুঝায় এখান থেকে ফুটপাত শেষ বা ফুটপাত নিচে নেমে গেছে। অর্থাৎ এই হলুদ লাইনের দুই প্রান্তের টাইলসে এরকম ৬টি করে গোলাকার স্ট্রাইপ ওয়ালা ২টি টাইলস দেওয়া থাকে যেগুলো আসলে দৃষ্টি প্রতিবন্ধীদের এই হলুদ লাইনের প্রান্ত বুঝতে সাহায্য করে।
147 টি প্রশ্ন
149 টি উত্তর
2 টি মন্তব্য
2 জন সদস্য