সাধারণ ডট নেটে আপনাকে স্বাগতম! রেজিষ্ট্রেশন করে আজই আমাদের পরিবারের সদস্য হয়ে যান...
avatar
1 পছন্দ 0 টি অপছন্দ

সেভেন সিস্টার্স কি? সেভেন সিস্টার্স বলতে কি বুঝায়?

কেন সেভেন সিস্টার্স নামে ডাকা হয়?

1 টি উত্তর

avatar
1 পছন্দ 0 টি অপছন্দ

আমরা প্রায়ই একটা নাম শুনে থাকি সেটা হলো সেভেন সিস্টার্স। বিশেষ করে গত ৫ আগস্ট আওয়ামী লিগ সরকার পতনের পর যখন উপদষ্টা সরকার দ্বারা বেশ পরিচালিত হওয়া শুরু করে তখন এই নামটি বেশ জনপ্রিয়তা পায় মুখে মুখে। কেউ হয়তো এটার মিনিং জানি আবার অনেকেই জানিনা। যারা জেনেন না তাদের জন্য আজকের এই লেখা।

সেভেন সিস্টার্স শব্দটি দিয়ে ভারতের উত্তর-পূর্বের সাতটি রাজ্যকে বোঝানো হয়। এটি মূলত আমাদের বাংলাদেশের বর্ডার ঘেষেই।


সেভেন সিস্টার্সের অন্তর্ভুক্ত ৭টি রাজ্যঃ

  1. আসাম
  2. অরুণাচল প্রদেশ
  3. মণিপুর
  4. মেঘালয়
  5. মিজোরাম
  6. নাগাল্যান্ড
  7. ত্রিপুরা


এই রাজ্যগুলোকে 'সেভেন সিস্টার্স' বা 'সাত বোন' বলা হয় কারণ:


ভৌগোলিক অবস্থান: এই সাতটি রাজ্যই ভারতের উত্তর-পূর্ব অঞ্চলে অবস্থিত এবং হিমালয় পর্বতমালা ও ব্রহ্মপুত্র নদীর উপত্যকা দিয়ে ঘিরে।

সাংস্কৃতিক বৈচিত্র্য: এই রাজ্যগুলোতে বিভিন্ন জাতিগোষ্ঠীর লোক বাস করে এবং তাদের নিজস্ব ভাষা, সংস্কৃতি এবং ঐতিহ্য রয়েছে।

ইতিহাস: এই রাজ্যগুলোর ইতিহাসে অনেক মিল রয়েছে। ব্রিটিশ শাসনের আগে এবং পরে এই রাজ্যগুলোতে অনেক সাংস্কৃতিক ও রাজনৈতিক আদান-প্রদান হয়েছে।

ভ্রাত্বিত্বঃ বলা হয়ে থাকে এই সাত রাজ্য যেহেতু ভারতের মুল ভূ-খন্ড থেকে অনেক দূরে তাই এই সাত রাজ্যের মানুষের মধ্যে পারস্পরিক অনেক মিলেমিশে থাকে। বিশেষ করে এই জন্যই তাদের সেভেন সিস্টার্স বলা হয়। সাত বোনের মধ্যে যেরকম ভ্রাত্বীত্ব থাকে তেমন এই ৭ রাজ্যের মানুষের মাঝেও লক্ষ্য করা যায়।

এরকম আরও প্রশ্ন

1 পছন্দ 0 টি অপছন্দ
ডাউন ইস্টিচ কি?

ডাউন ইস্টিচ কি? এটা কি কোনো রোগ?

0 টি পছন্দ 0 টি অপছন্দ
মুক্তিযুদ্ধের সময় বিপুল শরণার্থী কোথায় এবং কিভাবে আশ্রয় পেয়েছিল?
মুক্তিযুদ্ধের সময় বিপুল শরণার্থী কোথায় এবং কিভাবে আশ্রয় পেয়েছিল?
0 টি পছন্দ 0 টি অপছন্দ
যারা জন্মান্ধ তারা কি আসলে জানে রঙ বলতে কিছু আছে?

যারা জন্মান্ধ তারা কি আসলে জানে রঙ বলতে কিছু আছে?

0 টি পছন্দ 0 টি অপছন্দ
ইউরোপের ধনী দেশের তালিকাটি কি?
0 টি পছন্দ 0 টি অপছন্দ
ইউরোপ মহাদেশে কয়টি দেশ আছে এবং কি কি?
ইউরোপ মহাদেশের দেশ কয়টি? ৫০ টি নাকি ৪৪টি?
সাধারণ প্রশ্ন-উত্তর ওয়েবসাইটে আপনাকে স্বাগতম। এখানে আপনি আপনার বিভিন্ন বিষয়ে ব্যক্তিগতসহ যেকোনো সমস্যার সমাধান চেয়ে প্রশ্ন করতে পারবেন এবং অন্যদের প্রশ্নের উত্তর দিয়ে সহযোগীতা করতে পারবেন। আজই আমাদের সাথে শুরু করে দিন আপনার পথচলা।
...