সাধারণ ডট নেটে আপনাকে স্বাগতম! রেজিষ্ট্রেশন করে আজই আমাদের পরিবারের সদস্য হয়ে যান...
avatar
0 টি পছন্দ 0 টি অপছন্দ

সাপ বাচ্চা দেয় নাকি ডিম দেয়? মানে ডিম থেকে বাচ্চা ফুটে নাকি সরাসরি গর্ভধারণ করে বাচ্চা দেয়?

সাপ বাচ্চা দেয় নাকি ডিম দেয়? মানে ডিম থেকে বাচ্চা ফুটে নাকি সরাসরি গর্ভধারণ করে বাচ্চা দেয়?

1 টি উত্তর

avatar
0 টি পছন্দ 0 টি অপছন্দ

সাপ মুলত তিন ভাবে বাচ্চা দিয়ে থাকে। এই অনুযায়ী সাপকে তিন ক্যাটাগরিতে ভাগ করা যায়। যেমনঃ


১) ডিম পাড়া সাপ (Oviparous)

২) সরাসরি বাচ্চা জন্ম দেওয়া সাপ (Viviparous)

৩) উপরের দুইটির কম্বিনেশনে বাচ্চা দেওয়া সাপ (Ovoviviparous)



ডিম পাড়া সাপ (Oviparous) : বেশির ভাগ সাপই ডিম পাড়ে। ডিম পাড়ার পর মা সাপ আর সেই সাপ গুলোকে রক্ষা করে না বা ডিমে তা দেয় না। তবে কিছু প্রজাতি যেমন অজগর ডিমে তা দিয়ে থাকে। ডিমগুলো থেকে নির্দিষ্ট সময় পর নিজে নিজেই বাচ্চা বের হয়ে আসে। যেমনঃ অজগর, কোবরা, গোখরা, ভাইপার ইত্যাদি উল্লেখযোগ্য। 


সরাসরি বাচ্চা জন্ম দেওয়া সাপ (Viviparous) : এধরনণের সাপগুলো ডিম না পেরে সরাসরি বাচ্চা জন্ম দেয়। এই সাপগুলোর ডিম মায়ের শরীরের ভেতরেই ফোটে এবং মায়ের শরীর থেকে পুষ্টি গ্রহণ করে বাচ্চাগুলো বড় হয়। এরপর মা সাপ সরাসরি বাচ্চা প্রসব করে। যেমনঃ অ্যানাকোন্ডা, গার্টার স্নেক, সি স্নেক, ডেথ অ্যাডার এবং কিছু ভাইপার সাপ উল্লেখযোগ্য।


উপরের দুইটির কম্বিনেশনে বাচ্চা দেওয়া সাপ (Ovoviviparous) : এই ধরনের সাপ ডিম তৈরি করে, কিন্তু ডিমগুলো মায়ের শরীরের ভেতরে থাকে এবং সেখানেই ফুটে বাচ্চা বের হয়। মনে হয় যেন সরাসরি বাচ্চা জন্ম দিচ্ছে কিন্তু আসলে ডিম থেকেই বাচ্চা ফুটে বের হয়। যেমনঃ র‍্যাটেল স্নেক, কপারহেড, ইউরোপিয়ান ভাইপার ইত্যাদি।


আরও পড়ুনঃ https://animals.howstuffworks.com/snakes/how-do-snakes-reproduce.htm


এরকম আরও প্রশ্ন

0 টি পছন্দ 0 টি অপছন্দ
ভবিষ্যতে যদি পৃথিবীর বাইরের প্রাণী খুঁজে পাওয়া যায়, তাহলে কি “মানবজাতি” শব্দটার মানে নতুন করে ভাবতে হবে?
ভবিষ্যতে যদি পৃথিবীর বাইরের প্রাণী খুঁজে পাওয়া যায়, তাহলে কি “মানবজাতি” শব্দটার মানে নতুন করে ভাবতে হবে?
0 টি পছন্দ 0 টি অপছন্দ
মানুষ কি আসলেই মঙ্গলে বাস করতে পারবে? ফ্যাক্ট নাকি মিথ?
আসুন বিস্তারিত জানি উত্তরে।
0 টি পছন্দ 0 টি অপছন্দ
পৃথিবী থেকে মহাকাশের দূরত্ব কত?
পৃথিবী থেকে মহাকাশের দূরত্ব কত? কিভাবে পরিমাপ করা হয়? আদৌ কি সম্ভব?
0 টি পছন্দ 0 টি অপছন্দ
মরিয়ম ফুল কিভাবে খেলে বাচ্চা হয়?
মরিয়ম ফুল কিভাবে খেলে বাচ্চা হয়?
সাধারণ প্রশ্ন-উত্তর ওয়েবসাইটে আপনাকে স্বাগতম। এখানে আপনি আপনার বিভিন্ন বিষয়ে ব্যক্তিগতসহ যেকোনো সমস্যার সমাধান চেয়ে প্রশ্ন করতে পারবেন এবং অন্যদের প্রশ্নের উত্তর দিয়ে সহযোগীতা করতে পারবেন। আজই আমাদের সাথে শুরু করে দিন আপনার পথচলা।
...