সাধারণ ডট নেটে আপনাকে স্বাগতম! রেজিষ্ট্রেশন করে আজই আমাদের পরিবারের সদস্য হয়ে যান...
avatar
0 টি পছন্দ 0 টি অপছন্দ

সৌর ঝড় কি? কি কি সমস্যা হতে পারে সৌরঝড়ের কারণে?

সৌর ঝড় কি? কি কি সমস্যা হতে পারে সৌরঝড়ের কারণে?

1 টি উত্তর

avatar
0 টি পছন্দ 0 টি অপছন্দ
সৌড় ঝড় (Solar Strom) এর প্রভাব সাধারণত নির্ভর করে এর তীব্রতার উপর। আর এর তীব্রতা মাপার জন্য তৈরি করা হয়েছে G-Scale (Geomagnetic Scale). এই স্কেল অনুযায়ী, সৌর ঝড়ের তীব্রতা G1, G2, G3, G4 ও G5 হিসেবে প্রকাশ করা হয়। যেখানে G1 হচ্ছে সব থেকে কম তীব্রতা ও G5 হচ্ছে সবথেকে বেশি। 

তাই সৌর ঝড়ের তীব্রতা কোনো স্কেলে পড়ে এটার উপর ডিপেন্ড করে ধারণা করা হয় এর প্রভাব কিরকম হতে পারে। তীব্রতা বেশি হলে বিঘ্নতার সমাধান করতে বেশি সময় লাগবে। যেমনঃ ২০২৪ সালের মে মাসে একটি শক্তিশালী সৌর ঝড় (G5 স্তরের) পৃথিবীতে আঘাত হানে। এই ঝড়ের ফলে GPS সিস্টেম, স্যাটেলাইট যোগাযোগ এবং কিছু কিছু বিদ্যুৎ গ্রিডে সাময়িক বিঘ্ন দেখা যায়।

আবার এটা শুধু তীব্রতার উপরেই ডিপেন্ড করে না, কোন প্রযুক্তির উপর প্রভাব পড়েছে সেটাও অনেক বড় ফ্যাক্টর এখানে। সৌর ঝড়ের সময় সূর্য থেকে নির্গত করোনাল মাস ইজেকশন (CME) পৃথিবীর চৌম্বকক্ষেত্রের সঙ্গে এক প্রকার সংঘর্ষ করে যার ফলে ভূ-চৌম্বকীয় ঝড় সৃষ্টি হয়। এই ঝড়ের ফলে Geomagnetically Induced Current (GIC) তৈরি হয় যা বিদ্যুৎ গ্রিড, স্যাটেলাইট এবং সমুদ্রতল ফাইবার অপটিক কেবলসহ বিভিন্ন প্রযুক্তিগত সিস্টেমে বিঘ্ন ঘটাতে পারে। 

তাই বিদ্যুৎ গ্রিডে যদি কোনো ঝামেলা হয় সেটা সাড়াতে যেসময় লাগতে পারে তার তুলনায় যদি সাবমেরিন ক্যাবল (ফাইবার অপটিক) এর ঝামেলা হলে সাবমেরিন ক্যাবলের ঝামেলা সাড়াতে বেশি সময় লাগবে এটাই স্বাভাবিক কারণ সেটা সমুদ্রের নিচে। 

তবে আপনার দেওয়া ফটোকার্ডে যে সৌড় ঝড়ের কথা বলা হয়েছে, সেটা CNN থেকে শেষ খবর পাওয়া পর্যন্ত G4 স্কেলে রয়েছে। গত ১৩ এপ্রিল পর্যন্ত এটি G3 স্কেলে হচ্ছিলো। কিন্তু এই সৌড় ঝড়ের কারণে মেজর বা গুরুতর কোনো সমস্যা হয়েছে ইন্টারনেট বা অন্যান্য সিস্টেমে - এরকম কোনো খবর পাওয়া যায় নি। এখন পর্যন্ত সব কিছু ঠিকঠাক ভাবেই চলছে বলে ধারণা করা যাচ্ছে। 

তথ্যসুত্রঃ

https://www.swpc.noaa.gov/noaa-scales-explanation

https://www.earth.com/news/strong-geomagnetic-solar-storm-alert-issued-auroras-expected-farther-south/

এরকম আরও প্রশ্ন

0 টি পছন্দ 0 টি অপছন্দ
একটি মুরগি কি হঠাৎ করে মোরগে পরিণত হতে পারে?

একটি মুরগি কি হঠাৎ করে মোরগে পরিণত হতে পারে?

1 পছন্দ 0 টি অপছন্দ
এআই (AI) আমাদের ভবিষ্যতের জন্য কতটুকু ঝুকিপূর্ণ হতে পারে? [বিস্তারিত]

প্রোগ্রামারদের জন্য এআই কি আসলেই ঝুকিপূর্ণ? কিভাবে সামলাবো আমাদের ভবিষ্যত?


কোন কোন সেক্টরে এআই সব থেকে বেশি আধিপত্ব বিস্তার করবে?

1 পছন্দ 0 টি অপছন্দ
কাউকে যেকোনো কিছুতে রাজি করানোর জন্য সাইকোলজিকাল ট্রিক কি হতে পারে?

কাউকে যেকোনো কিছুতে রাজি করানোর জন্য সাইকোলজিকাল ট্রিক কি হতে পারে?

যে কাউকে রাজি করানোর জন্য একটি সাইকোলজিকাল ট্রিক কি?

0 টি পছন্দ 0 টি অপছন্দ
অন্যকে কষ্ট দিলে তার কুফল কি হতে পারে?
কাউকে কষ্ট দেওয়া নিয়ে ইসলামে কি বলা হয়েছে?
1 পছন্দ 0 টি অপছন্দ
ডেটা বিকৃতি বা Corrupt হতে পারে কিভাবে?

ডেটা বিকৃতি বা Corrupt হতে পারে কিভাবে?

ডেটা বিকৃতি কি? কেন হয়? কিভাবে এর প্রতিকার করবো? 

সাধারণ প্রশ্ন-উত্তর ওয়েবসাইটে আপনাকে স্বাগতম। এখানে আপনি আপনার বিভিন্ন বিষয়ে ব্যক্তিগতসহ যেকোনো সমস্যার সমাধান চেয়ে প্রশ্ন করতে পারবেন এবং অন্যদের প্রশ্নের উত্তর দিয়ে সহযোগীতা করতে পারবেন। আজই আমাদের সাথে শুরু করে দিন আপনার পথচলা।
...