ব্ল্যাকহোল হওয়ার প্রথম শর্ত হচ্ছে, সেই বস্তুকে তার শোয়ার্জশিল্ড ব্যাসার্ধ (Schwarzschild Radius) এর মধ্যে সংকুচিত করতে হবে। এই শর্ত অনুযায়ী, পৃথিবীর শোয়ার্জশিল্ড ব্যাসার্ধ হয় ৮.৮৭ মিলিমিটার বা প্রায় ৯ মিলিমিটার যা একটি মার্বেলেরই সমান। তবে "ছোট্ট একটু জায়গায় অসীম পরিমাণ ভরের বস্তু থাকতে হবে" কথাটায় ভুল আছে। Singularity এর সঙ্গা অনুযায়ী এই কথাটি কারেকশন করলে হবে, "ছোট্ট একটু জায়গায় বস্তুর ঘনত্ব অসীম হতে হবে"। তাই সূর্য, পৃথিবী বা যেকোনো বস্তুর ভর অপরিবর্তিত রেখে যদি সেই বস্তুকে শোয়ার্জশিল্ড ব্যাসার্ধে সংকুচিত করা হয় তাহলে সেটিও ব্ল্যাকহোল হতে পারে।
সিঙ্গুলারিটি সম্পর্কে জানুনঃ https://www.livescience.com/what-is-singularity
147 টি প্রশ্ন
149 টি উত্তর
2 টি মন্তব্য
2 জন সদস্য