প্রাচীনকালে সূর্য, চন্দ্র, বুধ, শুক্র, মঙ্গল, বৃহস্পতি এবং শনি এই ৭টি বস্তুকে মানুষ দেবতা হিসেবে বিবেচনা করতো। তখনও সাপ্তাহিক দিন গুলোর নামকরণ করা হয় নি। তার মানে আগে গ্রহ-নক্ষত্রদের নাম এসেছে তারপর সাপ্তাহিক নাম। বাইবেলের ধারণা অনুযায়ী, যিশু খৃষ্ট ও ইহুদীরা প্রথমদিকে একটানা ৬দিন কাজ করতো এবং সপ্তম দিনে তারা বিশ্রাম নিতো। সুমেরীয়রা এবংব্যাবিলনীয়রা সর্বপ্রথম বছরকে সপ্তাহে ভাগ করে এবং সপ্তাহের একটা দিনকে তারা বিনোদন বা বিশ্রামের জন্য নির্ধারণ করে।
পরবর্তীতে ব্যাবিলনীয়রা সপ্তাহের ৫টি দিনকে বুধ , শুক্র , মঙ্গল , বৃহস্পতি এবং শনির নাম অনুসারে নামকরণ করে এবং বাকি ২টি দিন রোমানরা সূর্য (রবি) ও চাঁদের (সোম) নাম অনুসারে নামকরণ করে। কিন্তু শতাব্দী ধরে রোমানরা ৮ দিনের সপ্তাহ ধরে কাজ সব রকম কাজ করতো কিন্তু ৩২১ খ্রিস্টাব্দে সম্রাট কনস্টানটাইন রোমান ক্যালেন্ডারে সাত দিনের সপ্তাহ প্রতিষ্ঠা করেন এবং রবিবারকে সপ্তাহের প্রথম দিন হিসেবে চিহ্নিত করে দেন। তবে সেটা যাইহোক, সাপ্তাহিক নাম গুলো গ্রহের নাম অনুসারে এসেছে এটাও যেমন বলা যায় তেমনি এটাও বলা যায় যে, প্রাচীন দেবতাদের নাম অনুসারেও সাপ্তাহিক দিনের নাম গুলো এসেছে। কারণ গ্রহ গুলোর নামকরণও করা হয়েছে দেবতাদের নাম অনুসারে। তখন তারা গ্রহ, নক্ষত্র, উপ-গ্রহ এসব কিছুই বুঝতো না, তারা এগুলোকে দেবতা মনে করতো।
সোর্সঃ https://www.britannica.com/science/week
147 টি প্রশ্ন
149 টি উত্তর
2 টি মন্তব্য
2 জন সদস্য