সাধারণ ডট নেটে আপনাকে স্বাগতম! রেজিষ্ট্রেশন করে আজই আমাদের পরিবারের সদস্য হয়ে যান...
avatar
0 টি পছন্দ 0 টি অপছন্দ

ফ্যানে নেগেটিভ আয়নের কাজ কি? কেন প্রতিটি ফ্যানে এটি লাগানো থাকে?

ফ্যানে নেগেটিভ আয়নের কাজ কি? কেন প্রতিটি ফ্যানে এটি লাগানো থাকে?

1 টি উত্তর

avatar
0 টি পছন্দ 0 টি অপছন্দ

এটাকে বলে আয়নাইজার আর এর কাজ হলো বাতাস থেকে ছোট ছোট কণা যেমনঃ ধুলাবালি, সিগারেটের ধোয়া ইত্যাদি দূর করা। সাধারণত ধুলাবালি পজিটিভ চার্জ যুক্ত হয় তাই নেগেটিভ আয়ন দিয়ে এদের সহজেই আকর্ষণ করানো যায়। আয়নাইজার বাতাসে নেগেটিভ আয়ন ছড়িয়ে দেয়, নেগেটিভ আয়ন পজিটিভ চার্জ যুক্ত বিষাক্ত কণা গুলোকে টিউট্রালাইজ (ধ্বংস করে বা নিচের দিকে ফেলে দেয়) করার মাধ্যমে বাতাসকে আরও পিউরিফাই করে দেয়। এজন্যই মুলত আয়নাইজার ব্যবহার করা হয়। আবার কোনো কোনো গবেষণায় দেখা গেছে, আয়নাইজার ভাইরাসকেও মেরে ফেলতে পারে। 


তবে এর কিছু ক্ষতিকর দিকও রয়েছে। আয়নাইজার বাতাসে নেগেটিভ আয়নের পাশাপাশি ও্জোন গ্যাসও (Ozon Gas) ছড়ায়। ওজোন গ্যাসের কারণে ভাইরাস মরে যায় ঠিকই কিন্তু এটি আমাদের ফুসফুসের ক্ষতি করতে পারে। আবার আইয়নাইজার কেবল ছোট ছোট কণা গুলোকেই নিউট্রালাইজ করতে পারে কিন্তু বড় কণাগুলোকে পারে না। তাই যাদের অ্যাজমা বা এলার্জি আছে তাদের জন্য এটা তেমন কোনো কাজে আসে না। 


সোর্স ও বিস্তারিতঃ https://www.healthline.com/health/what-does-an-ionizer-do

এরকম আরও প্রশ্ন

0 টি পছন্দ 0 টি অপছন্দ
মশা কামড়ালে ফুলে উঠে কেন?
মশা কামড়ালে ফুলে উঠে কেন?
সাধারণ প্রশ্ন-উত্তর ওয়েবসাইটে আপনাকে স্বাগতম। এখানে আপনি আপনার বিভিন্ন বিষয়ে ব্যক্তিগতসহ যেকোনো সমস্যার সমাধান চেয়ে প্রশ্ন করতে পারবেন এবং অন্যদের প্রশ্নের উত্তর দিয়ে সহযোগীতা করতে পারবেন। আজই আমাদের সাথে শুরু করে দিন আপনার পথচলা।
...