মাইক্রোওয়েভের সামনে দাঁড়ালে আপনার ব্রেইন বা মাথা গরম হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই কম বা নেই বললেই চলে।কারণ মাইক্রোওয়েভ ওভেন তৈরি করার সময় এমনভাবে ডিজাইন করা হয় যাতে রেডিয়েশন বা তেজস্ক্রিয়তা বাইরে না আসতে পারে। যদি মাইক্রোওয়েভের দরজা ঠিকমতো বন্ধ থাকে এবং ওভেনের কোনো অংশ ভাঙা না থাকে তাহলে রেডিয়েশন বাইরে আসার কথা নয়। তাই আপনার ব্রেইন বা মাথায় কোনো ইফেক্টও ফেলবে না।