এটার উল্লেখযোগ্য একটি কারণ হলো অতিরিক্ত তাপমাত্রা। প্রচন্ড গরমে অতিরিক্ত তাপমাত্রার কারণে রেল লাইন বেকে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। অতিরিক্ত তাপমাত্রার কারণে রেল লাইন বেকে যাওয়ার এই ঘটনাকে বলে "Sun Kink". রেল লাইন ও রেলের চাকা উভয়েই ইস্পাতের তৈরি। তাই লক্ষ্য করে দেখবেন, যখন লাইনের উপর দিয়ে রেল যায় তখন চাকা ও লাইনের ঘর্ষণের জন্য তাপ উৎপন্ন হয়ে ফলে রেল লাইন গরম হয়ে যায়। তার উপর আবার আবহাওয়া জনিত কারণে অতিরিক্ত তাপমাত্রার কারণে আগে থেকেই অনেক গরম হয়ে থাকে রেল লাইন। এতে করে আরও সহজেই রেল লাইন বেকে যেতে পারে। যার ফলে দুর্ঘটনা ঘটে।
147 টি প্রশ্ন
149 টি উত্তর
2 টি মন্তব্য
2 জন সদস্য